- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জালাল উদ্দিন রুমির উক্তি, মাওলানা রুমির বানী
১. ❝নিরবতাই সৃষ্টিকর্তার ভাষা, বাকি সব তো নিতান্তই দূর্বল অনুবাদ।❞--- জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি।
২. "পৃথিবীতে জান্নাতের একটি রাস্তা আছে, সেটা হলো মানুষের প্রতি ভালোবাসা।"--- জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি।
৩. "আমাদের ইন্তেকালের পর যমিনের উপর আমাদের সমাধি খুঁজোনা, আমাদেরকে সন্ধান করো মানুষের অন্তরে।"--- জালাল উদ্দিন রুমি (رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ)
৪. ❝তোমার অন্তরের চোখ খোলো, চেয়ে দেখো এই দুনিয়া একটা মায়া স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।❞ ---মাওলানা জালাল উদ্দিন রুমী (রহমতুল্লাহি আলাইহি)
৫. "অসৎ চিন্তা বাদ না দিলে, কিভাবে তুমি জান্নাতের ব্যাখ্যা দেখতে পাবে।"----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
জালাল উদ্দিন রুমি এর সেরা বানী
৬. "দুনিয়ার সব মানুষই শিশু,অল্প কিছু মানুষ ব্যতীত।আশা আকাঙ্খা মুক্ত ব্যক্তিরা ব্যতীত কেউই বড় হয় না।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
৭. "একটি পবিত্র চিন্তামগ্ন অন্তর, হাজার কাবা থেকে শ্রেষ্ঠ।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
৮. "প্রকৃত খোদা প্রেমিকের সহচার্য-সোহবতে থাকলে, তোমার অন্তরেও খোদা প্রেম জাগ্রত হবে।" ---মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
৯. “মন খারাপ করো না! কারণ চরম নিরুপায় সময়েই আল্লাহ পাক আশার আলো দিয়ে থাকেন।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
১০. "যখন আমি চালাক ছিলাম,তখন দুনিয়াকে পাল্টাতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে পালটাতে চাচ্ছি।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
জালালউদ্দিন রুমি বানী উক্তি
১১. "মুনাজাত অশান্তি দূর করে অন্তরে শান্তি ফিরিয়ে আনে! প্রতিটি সকাল- সন্ধ্যায় মন গেয়ে উঠো- হে খোদা! তুমি ছাড়া কেউ নেই!" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
১২. "যেখানে যেদিকে তাকাই,খোদা আমি শুধু তোমাকেই দেখতে পাই।"---আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি।
১৩. "তোমার ক্ষুদ্র জগত থেকে বের হয়ে এসো এবং স্রষ্টার অসীম জগতে প্রবেশ কর।"---আল্লামা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি।
১৪. "পৃথিবীতে আমরা ধ্বংস করতে, বিভক্ত করতে কিংবা কোন কিছুকে ভাঙ্গতে আসিনি, আমরা এসেছি ভাঙ্গাকে ঠিক করতে, বিছিন্নদের একত্র করতে এবং শত্রুদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরী করতে।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
১৫. "আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসার জন্য মানুষ সৃষ্টি, নয়তো আল্লাহর ইবাদতের জন্য ফেরেস্তাদের অভাব ছিলো না।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
১৬. "যেখানে দুঃখ আছে সেখানেই দুঃখ থেকে মুক্তির উপায় রয়েছে।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
মাওলানা রুমী এর উক্তি বাংলা
১৭. “সোনা রুপা এমন কী জিনিস, যার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছো? এ দুনিয়া এমন কী জিনিস যার জন্য তুমি এত পাগল? তোমার ঘর-বাড়ি, বাগ-বাগিচা সবই তোমার জন্য কারাগার,শুধুমাত্র তুমি কিছু সময়ের জন্য এগুলোর প্রেমে আবদ্ধ আছ মাত্র।” ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
১৮. "দরবেশ তার শিষ্যকে ঠিক ততটাই জ্ঞান দান করে,যতটা জ্ঞান তার শিষ্য গ্রহন করার ক্ষমতা রাখে।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
১৯. "তুমি গলে যাওয়া বরফের মত হও, নিজেকে দিয়ে নিজেকে ধুয়ে নাও(অর্থাৎ নিজের অন্তরকে পবিত্র করার চেস্টা কর।" ---মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
২০. "শত বছর লোক দেখানো ব্যতীত ইবাদতের থেকে আল্লাহর ওলিগনের নিকট কিছুক্ষন বসা অনেক উত্তম।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
২১. "আস্তে আস্তে মানুষের কাছে অপরিচিত হয়ে যাও,দুনিয়ার আসল রূপ তোমার সামনে খুলে যাবে।" ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
২২. “হে প্রেমিক! তুমি যদি চাও, মাওলার সাথে বসবে, তবে তুমি কোনো এক আল্লাহর ওলির সামনে বসে যাও। যতক্ষণ আল্লাহর ওলির কাছে থাকবে, ততক্ষণ বিশ্বাস করবে যে, তুমি আল্লাহর সামনেই বসে আছো।” ----মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি
২৩. "আমাদের অন্তরের কোমলতা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।" ---মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
২৪. "জীবনে যদি ঘষা খেতেই ভয় পাও, তাহলে চকচক করবে কিভাবে?"---মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
আল্লামা রুমীর বানী উক্তি
২৫. "কৃতজ্ঞতা প্রকাশকে পোশাকের মতো পরিধান করো, যা তোমাকে জীবনের প্রতিটি অংশে সাহায্য করবে।" ---মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
২৬. "তুমি দুনিয়ায় গুপ্তধনের খোঁজ করছো, অথচ প্রকৃত গুপ্তধনতো তুমি নিজেই।" ---মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
২৭. "তুমি তখন প্রশান্তির আনন্দ অনুভব করো, যখন তুমি সত্যের কাছাকাছি অবস্থান করো।" --- মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
২৮. "প্রদীপগুলো আলাদা কিন্তু আলো এক, মানুষ যাত ধর্ম ভিন্ন, কিন্তু মানবতা সবার জন্য একই।" ---মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
২৯. "কিছু মানুষ রাতে ঘুমায়,কিন্তু আল্লাহর প্রেমিকরা ঘুমায় না, তারা অন্ধকারে বসে স্রষ্টার সাথে কথা বলে।" ---মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি।
৩০. "খোদার ভালোবাসায় পরিপূর্ণ অন্তর এমন এক আগুন, যা পাখির মত কোন খাঁচায়ই বন্দী করা সম্ভব নয়।" জালাল উদ্দিন রুমি।
৩১. "আমি খোদাকে বললাম, আমি তোমাকে জানার আগে মরবো না! খোদা উওর দিলেন- যেআমাকে জানে সে কখনো মরে না!” ---জালাল উদ্দিন রুমি।
৩২. "তুমি শুধুমাত্র তোমার বৃহৎ অন্তরের মাধ্যমেই অসীম আকাশটাকে ছুঁতে পারবে।" ---জালাল উদ্দিন রুমি।
৩৩. "যদি তারা জিজ্ঞেস করে, ভালোবাসা কী? তাহলে তাদেরকে বলে দিও ইচ্ছের বলিদান।" --- জালাল উদ্দিন রুমি।
পোস্ট ট্যাগঃ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন