বিখ্যাত উক্তি: অহংকার নিয়ে কোরআনের হাদিসের উক্তি

 অহংকার নিয়ে কোরআনের উক্তি

"সে অস্বীকৃতি জানাল এবং অহংকার করল। আর সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত।" (আল কুরআন। সূরা বাকারা, আয়াত নং- ৩৪;)

❝ অহংকারীরা রসূলদের হুকুমকে অমান্যকারী।আল কুরআন। (সূরা বাকারা,আয়াত নং-৮৭;) ❞

"পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নিদর্শনাবলি থেকে বিমুখ করে রাখব।" (আল কুরআন। সূরা আ‘রাফ, আয়াত নং- ১৪৬;)

ইবলিস শয়তান বলেছিল, "আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বললেন, অহংকার করা তোমার উচিত নয়, যাও লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও এখান থেকে।"  (আল কুরআন, সুরা আরাফ।)

"অহংকারীদের জন্য জাহান্নামেরর অগ্নিকুণ্ড প্রস্তুত রয়েছে।" (আল কুরআন, সূরা আরাফ, আয়াত- ৪১;)

"নিশ্চয়ই মহান আল্লাহ কোন দাম্ভিক অহংকারকারীদের পছন্দ করেন না।" (আল কোরআন, সূরা নাহল, আয়াত নং-২৩;)

"তাদেরকে ‘বলা হবে– জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট।" (আল কুরআন,সুরা যুমার, আয়াত নং- ৭২;)

"অহংকার নিয়ে তুমি মানুষকে অবহেলা করো না এবং পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না, আল্লাহ্ তায়ালা কোন অহংকারীকে পছন্দ করে না।"(আল কোরআন- সূরা লুকমান, আয়াত নং- ১৮;)

আরো পড়ুনঃ 

জিবন নিয়ে মনীষীদের সেরা উক্তি। 

পৃথিবীর সেরা উক্তি সমূহ। 

ইতিহাসের সেরা উক্তি সমূহ। 

সেরা উক্তি ক্যাপশন গুলো। 

মনীষীদের ইসলামিক উক্তি সমূহ। 

অনুপ্রেরণার সেরা উক্তি সমূহ। 

গুনীজনদের শিক্ষামূলক উক্তি।

"পৃথিবীতে অহংকারী হয়ে চলাফেরা করো না, কেননা তুমি কখনোই পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কোনদিনই পাহাড়সম হতে পারবে না। (আল কুরআন। সূরা ইসরা, আয়াত নং- ৩৭;)

"ঈমান তাদেরই আছে যারা অহংকারমুক্ত।" (আল কুরআন। সূরা আস সিজদাহ, আয়াত- ১৫)

"অহংকারীরা আল্লাহর ইবাদাত করলেও অহংকার করে।" (আল কুরআন, সূরা আম্বিয়া, আয়াত- ১৯;)

"যারা আল্লাহ তায়ালার ইবাদাতে  অহংকার করে, তারা জাহান্নামী।" (আল কুরআন।সূরা মুমিন,  আয়াত নং- ৬০;)

"অহংকারী মানুষ আল্লাহ তায়ালার উপর অসত্য আরোপ করে এবং আল্লাহর বানী অস্বীকার করে। (আল কুরআন। সূরা আনআম)

"অহংকারীরা আল্লাহর নেয়ামত পেলে দূরে সরে যায়।" (আল কুরআন। সূরা বানী ইসরাইল, আয়াত- ৮৩;)

অহংকারীরা আল্লাহ তায়ালারর নিদর্শনগুলো দেখেও দেখে না এবং প্রত্যাখ্যান করে। (আল কুরআন, সূরা নমল,  আয়াত নং- ১৪;)

"প্রকৃত সেজদাকারী তারাই যারা অহংকার মুক্ত।" (আল কুরআন। সূরা আস সিজদাহ, আয়াত নং-১৫;)

অহংকার নিয়ে উক্তি


"অহংকারীরা হয়রান ও পেরেশান থাকে।" (আল কুরআন। সূরা বাকারা আয়াত ১৫;)

"অহংকারীরা কাফের ও বিরোধিতায় লিপ্ত।" (আল কুরআন। সূরা সোয়াদ,আয়াত- ২;)

"অহংকারীরা ইবলিশ ও অস্বীকারকারীদের অন্তর্ভূক্ত।" (আল কুরআন, সূরা সোয়াদ,  আয়াত নং-৭৪;)

"যারা অহংকার করে তারা অবিবেচক।" (আল কুরআন, সূরা আহক্বাফ- আয়াত নং- ১০;)

অহংকার নিয়ে হাদিসের উক্তি

সালামা ইবনে আকওয়া (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ❝একজন মানুষ যখন সর্বদা অহংকার করতে থাকে, অতঃপর একটি সময় আসে, তার নাম জাব্বারিনদের (অহংকারী জালেম) খাতায় লিপিবদ্ধ করা হয়।❞

 (আল–হাদিস। তিরমিজি শরিফ, হাদিস নং- ২০০০;)

আরো পড়ুনঃ 

চেস্টা ও সফলতা নিয়ে বাচাইকরা উক্তি।

সময় নিয়ে গুনীজনদের বানী সমূহ 

বিশ্বাস নিয়ে বিখ্যাত উক্তি ও ক্যাপশন।

অহংকার নিয়ে কোরআন, হাদিস  ও মনীষীদের উক্তি।

মনীষীদের সেরা ইসলামিক বানী ২০২৫

বিখ্যাত ইসলামিক উক্তি, বানী, ক্যাপশন ২০২৫

হজরত আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত,  রাসূলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ‘ইজ্জত-সম্মান হচ্ছে আমারই পোশাক এবং গর্ব-অহংকার হচ্ছে আমারই চাদর।

(মুসলিম: ২৬২০; আবু দাউদ: ৪০৯০, ইবনু মাজাহ: ৪১৭৪, আহমদ: ৭৩৩৫)

অহংকার নিয়ে উক্তি


রাসূলে পাক(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন,

  যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না।আল হাদিস, (সহীহ মুসলিম শরিফ, হাদিস নং- ১৬৮;) 

রাসুলে আকরাম  (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন,

 অহংকার হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। ---আল হাদিস। (রিয়াদুস সালহীন।) 

নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম)ইরশাদ করেছেন,

অহংকারী ব্যক্তিদেরকে ক্বিয়ামাত দিন ক্ষুদ্র পিপড়ার মতো মানুষের রূপে জমায়েত করা হবে। আল হাদিস। (তিরমিজি শরীফ, হাদিস নং-২৪৯২;)

রাসূলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম) ইরশাদ করেছেন, "যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবি বললেন, মানুষ তো চায় যে তার কাপড় সুন্দর হোক এবং তার জুতা সুন্দর হোক (এটা কি অহংকার বলে গণ্য হবে?) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, 'নিশ্চয়ই আল্লাহ সুন্দর। অতএব তিনি সুন্দর পছন্দ করেন। তবে অহংকার হচ্ছে সত্য প্রত্যাখ্যান করা ও মানুষকে  অবমূল্যায়ন করা।" আল হাদিস। (সহীহ মুসলিম শরিফ, হাদিস নং- ৯১;)

অহংকার নিয়ে উক্তি


অহংকার নিয়ে মনীষীদের বানী

তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয়। লোভ, হিংসা ও অহংকার।—ইমাম গাজ্জালি (রঃ)

যে ব্যক্তি নিজের মনেই নিজেকে বড় বলে জানে, চলার সময় অহংকার করে চলে, সে আল্লাহর সাথে সাক্ষাৎকারে তিনি তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন ।–বুলুগুল মারাম – ১৬১১

বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।–জাহাবি

সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।–ইমাম গাজ্জালি (রঃ)

সময় আর ভাগ্যকে নিয়ে অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না।

---সংগৃহীত

জ্ঞান মানুষকে বিনয়ী করে, আর অহংকার মানুষকে মূর্খ বানিয়ে দেয়। ---সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক অহংকার হলো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার। কারণ আপনার রূপ আপনার অর্জিত কোন গুণ নয়। সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত একটি উপহার মাত্র।---সংগৃহীত।আনিকা হাফিসা।

অহংকার নিয়ে উক্তি


অহংকার নিয়ে উক্তি সমূহ 

টাকার গরম, ক্ষমতার দাপট, যায়গা-সম্পত্তির অহংকার, রূপের বড়াই এগুলো রাখবে কোথায়?কাফনের কাপড়ে তো কোন পকেট নেই। ---সংগৃহীত।

অহংকারী হওয়ার চেয়ে অনেক খারাপ, বিনয়ী হওয়ার ভান করা। ---সংগৃহীত 

যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি নিজেকে ছাড়া - অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। ---শেখ সাদী (রহ.)

জ্ঞানী হও তবে অহংকারী হইয়ো না, ইবাদত করো তবে লোক দেখানোর উদ্দেশ্যে করো না। ----সংগৃহীত। 

টাকা ও সম্পদের কারণে  যে ব্যক্তি অহংকার করে, তার সামনে অহংকার করাই বিনয়। ---ইমাম গাজ্জালী(রহ.)

"সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খন্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।"--- ইমাম গাজ্জালী (রঃ)

অহংকার নিয়ে উক্তি


মন্তব্যসমূহ