মনীষীদের উক্তি: শেখ সাদী (রহঃ) এর উক্তি উপদেশ বানী।

 হযরত শেখ সাদীর (রহঃ)এর উক্তি উপদেশ বানী।

 ১. বিড়ালকে স্নেহ করলে কোলে উঠে।---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২. বানরকে স্নেহ করলে মাথায় উঠে।---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৩. মিথ্যাবাদীর স্মরণশক্তি অধিক।---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৪. পরীক্ষা ভিন্ন কিছু এটা বিশ্বাস করো না।---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৫.গোপন কথা বলাতে স্ত্রীলোককে কখনও বিশ্বাস করো না।তারা অল্প চলনা-যাতনায় সব প্রকাশ করে দেয়। ---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৬. বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকরী।---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৭. তিন জনের নিকট কখনও গোপন কথা বলো না- (ক) নারী, (খ) শত্রু (গ) জ্ঞানহীন মূর্খ বন্ধু।---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৮. "সকল কাজে মধ্যমপন্থা অবলম্বন কর।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৯. "না শিখে ওস্তাদি (শিক্ষা দিতে যেও না) করো না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১০. "কোন কাজেই নিশ্চিত হবে না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১১. "পথের সম্বল অন্যের হাতে রেখো না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১২. "ইহ-পরকালে যা আবশ্যক তা যৌবনে সংগ্রহ কর,কেননা বৃদ্ধ কাল সবাই দেখেনা। মৃত্যু যেকোনো সময় আসতে পারে, যৌবনের আমল শ্রেষ্ঠ।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১৩. "হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার মতই।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১৪. "যে ব্যক্তি সৎ, মানুষের নিন্দা তার কোন ক্ষতি করতে পারে না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১৫. "সমাজে প্রতাপশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু কেউ তাকে মন থেকে শ্রদ্ধা করে না, বরং ঘৃণা করে।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

শেখ সাদী উক্তি


১৬. "দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বল, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১৭. "মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেয়া যায় না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১৮. "খারাপ লোকের সাথে যার উঠা বসা, সে কখনো সুনাম ও কল্যানের মুখ দেখবে না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

১৯. "বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২০. "কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২১. "অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২২. "তুমি খারাপ,লোকে বলে সৎ-এটা থেকে তুমি সৎ, লোকে বলে খারাপ,এটাই উত্তম।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২৩. "যে মিথ্যায় কল্যাণ রয়েছে তা খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত  সত্য থেকেও উত্তম।”---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

শেখ সাদী উক্তি

২৪. যে কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সংশোধন করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও অপমানিত করল।”---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২৫. "যদি উচ্চ সম্মান লাভ করতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো। তাকে ছোটলোক না ভেবে সম্মান কর।”---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২৬. "লোহার পেরেক যেভাবে পাথরে বিদ্ধ হয় না, তেমনি কালো অন্তরেও সদুপদেশ কাজ করে না।“---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২৭. "দুজনের শত্রুতার সময় এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত না হতে হয়।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২৮. "নিজের হাতের উপার্জিত একটি রুটি, অন্যের দয়ায় দেয়া পোলাও কোরমা থেকেও উত্তম।”---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

২৯. "গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা”---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৩০. "একজন ঘুমন্ত ব্যক্তি অপর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না, একজন মূর্খ ব্যক্তি অপর মূর্খ ব্যক্তিকে কিছু শিখাতে পারেনা।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৩১. "জ্ঞান যত বিলি করা হয়, ততই বৃদ্ধি পেতে থাকে।"---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

৩২. "আমি আদব শিখেছি বেয়াদবের কাজ থেকে।"

---শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি।

শেখ সাদীর কবিতা

৩৩. "যদি লাঠিদের মধ্যে ঐক্য চলে আসে, তাহলে তারা বাঘের চামড়াও তুলতে সক্ষম।"

৩৪. "বাদশাহ কে সেই উপদেশ দিতে পারে যার মৃত্যু দন্ডের ভয় নেই এবং মাল ও দৌলতের লোভ নেই।"

৩৫. "যদি জীবন এতই খুশির হত, তাহলে কেউই পৃথিবীতে আসার সময় কাঁদতে কাঁদতে আসত না।"

৩৬. "সৎ ও নেক মহিলা যদি গরিবের ঘরেও যায়, তাহলে সেটা বাদশাহের ঘরে পরিনত করে।"

৩৭. "যদি চাও তোমার নাম পৃথিবীতে সম্মানের সাথে বেঁচে থাকুক, তাহলে তোমার সন্তানদেরকে উত্তম চরিত্র শিখাও।"

৩৮. "মতপার্থক্যে ধৈর্য ধারণ করা আর সহ্য করার নামই উত্তম চরিত্র।"

৩৯. "মুর্খদের কাজ হলে প্রমাণে হেরে গেলে লড়াই-ঝগড়া শুরু করে দেয়।"

শেখ সাদী উক্তি


৪০. "আমি সারা জীবন খুজে এই দুই ব্যক্তিকে পাইনি, এক- যে আল্লাহর রাস্তায় দান করল আর গরীব হয়ে গেছে। দুই- যে জুলুম করল আর আল্লাহর গজব থেকে বেঁচে গেছে।"

৪১. "বন্ধু সে যে অভাবে আর পেরেশানিতে বন্ধুর হাত ধরে।"

৪২. "যে চেস্টা আর কাজ করতে অলসতা করে, পিছে পড়ে থাকাই তার তাকদীর।"

৪৩. "আমি আমার চুপ থাকার উপর কখনোই আপসুস করিনি, বরং আমি শুধু বলার কারনেই আফসুস করেছি।"

৪৪. "এর থেকে তো চুপ থাকাই ভালো, মনে যা ছিলো সেটা কাউকে বলার পর সেটা যদি অন্যকে বলতে নিষেধ করতে হয়।"

৪৬. "বেওকুফ আর জ্ঞানী উভয়ের মধ্য কিছু দোষ থাকে, পার্থক্য হলো- জ্ঞানী নিজের দোষ থেকে, আর বেওকুফ দুনিয়ার দোষ দেখে।"

৪৭. "তুমি কোন দুনিয়ার উপর গর্ব কর? যার শ্রেষ্ঠ পানি মৌমাছির থুথু। যার শ্রেষ্ঠ পোশাক কাপড় রেশম পোকার থুথু। আমাকে এই দুনিয়া থেকে কি নেওয়ার যার হালালে রয়েছে 'হিসাব' আর যার হারামে রয়েছে আযাব।"

শেখ সাদী উক্তি


৪৮. "আল্লাহর এত বিশাল সৃষ্টির মাঝে তিনি আমাকে একবারের জন্যও ভুলেন না। আর আমার শুধু একমাত্র আল্লাহ, আমি তাকেই ভুলে যাই।"

৪৯. "অনুভব কি? অপরের দুঃক্ষ কষ্টকে নিজে অনুভব করা।"

৫০. "কেউ খাদ্য কারো দয়া আর নিজ শক্তিতে পায়না, বরং আল্লাহ সবার রিজিক দাতা।"

৫১. "খারাপ মানুষের খারাপ আচরণের জবাবে খারাপ আচরণ করা ভালো মানুষের শোভা পায়না।"

৫২. জাতিসংঘের সভাকক্ষে মহাকবি শেখ সাদীর অমর কবিতা "বনী আদম" শোভা পাচ্ছে। এই বিখ্যাত কবিতার পংক্তি বিশেষ- 

 ❝আদম সন্তানরা একে অন্যের অংশ,

তাদেরকে একই উৎস থেকে সৃষ্টি করা হয়েছে।

যদি কখনো একটি অঙ্গে আঘাত লাগে,

(তখন) অন্যান্য অঙ্গ শান্ত থাকতে পারে না।

আপনি যদি অপরের দুঃখে সাড়া না দেন,

তাহলে আপনি মানুষ নামের যোগ্য নন।❞


পোস্ট ট্যাগঃ

শেখ সাদী এর উক্তি সমূহ,  শেখ সাদী এর বানী, শেখ সাদী এর উপদেশ, শেখ সাদী কবিতা, মহাকবি শেখ সাদী,  গুলিস্তাঁ ও  বোস্তা।

মন্তব্যসমূহ