- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নফস নিয়ে উক্তি, নফস নিয়ে ইসলামিক উক্তি-islamic quotes
নফস নিয়ে ইসলামিক উক্তি হলো- নফস এমন একবস্তু যা মানুষকে গুনাহের প্ররোচনা দেয়। নফসের খায়েশের কারনে মানুষ দুনিয়ার মোহে ফেঁশে যায়। নফস নিয়ে মনীষীদের অমূল্য বানী সমূহ পড়ে নিজের নফসকে সংশোধন করুন।
১. কোন কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি, আমার নফস বশ করতে আমার যত বেশি কঠিন লেগেছে। কখনো আমি জয়ী হই, কখনো পরাজিত হই। --- হযরত সাইয়েদুনা সুফিয়ান সাওরি رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ
(হায়াতে সুফিয়ান আস-সাওরি, সালাহ উদ্দিন ইবন আলী, পৃষ্ঠা নং -৮৬;)
২. "আর আমি আমার নাফসকে পবিত্র মনে করি না, নিশ্চয় নাফস মন্দ কজের নির্দেশ দিয়ে থাকে, আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয় আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু।"
(আল কোরআন,সূরা ইউসুফ, আয়াত নং-৫৩;)
৩. নফস এক ভয়ংকর প্রতারক যতবার বিশ্বাস করেছি ততবারই ক্ষতিগ্রস্থ হয়েছি। ---বেলা ফুরাবার আগে।
৪. নফস সব থেকে ভয়ংকর এক শত্রু, তার অন্যতম একটি অস্ত্র হলো, "ভাল্লাগে না" যা দিয়ে সে খুব সহজে আমাদের ধোঁকা দেয়, পাপের পথে পরিচালিত করে।--- আদিব সালেহ।
৫. সত্যিকারের বন্দী তো সে'ই যার নফস তাকে বন্দী করে রেখেছে। (আল-হিদায়্যাহ ফি মাওয়াইত। পৃঃ ২১)
নফস নিয়ে মনীষীদের বানী উক্তি
৬. নফস বড়ই ভয়ংকর বস্তু, যা আমাকে আমার রবের প্রিয় হতে দেয়না।---সংগৃহীত।
৭. হে আমার নফস!ঐ মুহূর্তগুলোর কথা স্মরণ কর, যখন মালাকুল মউত এসে হাজির হবেন আর তোমাকে হিসাবের জন্য দাঁড়াতে হবে রাব্বে কারীমের সামনে।---মনজুরুল আলম।
৮. বাহির থেকে দ্বীনদার আমি, ভেতরটা আমল শূন্যঅ ন্যদের করি নসীহা প্রচুর, নিজেরই নফস পাপে পূর্ণ।---সংগৃহীত।
৯. বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে? যখন আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস। ---ইবনে তাইমিয়্যাহ।
১০. "সেই দিনে কাঁদবেন, যখন বুঝবেন নফসের তাড়নায় জীবন শেষ হয়ে এলো, অথচ কোনোও নেক আমল করা হলো না।"----হযরত আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)
নসফ নিয়ে ইসলামিক উক্তি হাদিস
১১. নফসকে বশে আনতে দুনিয়া বিমুখ দরবেশদের কাছে গিয়ে বসুন।---তামতাভী।
১২. নফসকে যে পবিত্র করেছে সে, প্রিয় প্রতিপালককে সন্তুষ্ট করতে পেরেছে।---তামতাভী।
১৩. তুমি তোমার এক পা তোমার নফসের উপর রাখ, আরেক পা আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে যাবে।---হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি।
১৪. আগে মনের পশুকে কুরবানী কর, পরে বনের পশুকে কুরবানী করিও।---সংগৃহীত
১৫. মানুষের শরীরের সবচেয়ে পবিত্র যায়গা তার হৃদয়, এবং সবচেয়ে অপবিত্র যায়গাও তার হৃদয়। ---হযরত লোকমান হাকীম।
১৬. মানুষের শরীরে একটুকরো মাংস রয়েছে, যা পবিত্র হয়ে গেলে মানুষের সমস্ত শারীর পবিত্র হয়ে যায়, সেটা হলো বান্দার অন্তর। ---আল হাদিস।
১৭. নফসকে সংশোধন করার সহজ মাধ্যম হলো আল্লাহর ওলীদের মজলিসে কিছুক্ষণ বসে থাকা। ---তামতাভী।
নফস কয় প্রকার ও কি? কি?
১৮. হাজারো ব্যক্তি ধ্বংস হওয়ার পিছনের কারন তাদের খারাপ নফস।---তামতাভী।
১৯. যে নফসকে নিজের বসে এনেছে, সে তার সমস্ত শরীরের বাদশাহী গ্রহন করে নিলো।---তামতাভী।
২০. খারাপ নফস শয়তানকে শক্তিশালী করে, তাই খারাপ নফসের শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে।---তামতাভী।
২১. আরে নিজের দুশমন! কেউ কি নফসের চাহিদায় কখনো নিজেকে খুশি করে তৃপ্ত হয়েছে?---তামতাভী।
২২. নফসকে হার মানাতে দরকার ওলী আওলিয়াগনের সোহবত অর্জন করা। ---তামতাভী।
২৩. তোমার নফসের ধোকা তোমায় যেনো বিপদগামী না করে।---তামতাভী।
২৪. শয়তান মানুষকে ৭০হাজার নেক কাজের সুরতে নফসের মাধ্যমে ধোকা দেয়। ---তামতাভী।
২৫. নফস ৩ প্রকার। (১) নফসে আম্মারা- যা খারাপ নফস। (২) নফসে লাউয়ামা- যেটা খারাপ কিন্তু খারাপ হওয়ার পরেও ভালো, কারণ এটা গুনাহ করার পর তাওবার জন্য ছটপট করতে করতে থাকে।(৩) নফসে মুতমাইন্না- যা জান্নাতীদের নফস। --- আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রজবী (দামাত বারাকাতুহুমুল আলিয়া)
২৬. নফসের লালসা থেকে দূরে থাক। কেননা এটাই তোমাদের পূর্বের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে। এটাই তাদেরকে নাযায়েজ হত্যা ও হারাম কাজে নিয়ে গেছে।( মুসলিম শরিফ, পৃষ্ঠা-১৩৯৪, হাদিস নং-(২৫৭৮)৫৬;)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন